কল্যানট্রাস্ট ও অবসরভাতা


এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারী চাকুরী থেকে নিয়মানুযায়ী অবসর গ্রহণ বা পদত্যাগ ও মৃত্যুবরণ করলে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও বেসরকারি শিক্ষক-কর্মচারি অবসর সুবিধা বোর্ড এর সুবিধা নেয়ার জন্য এখন অনলাইনে আবেদন করতে পারবেনইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে ইন্টারনেটের মাধ্যমে উল্লিখিত দুই ধরনের অবসরকালীন ভাতা প্রাপ্তির আবেদন করা যাবে
* আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করতে চান প্রথমে সেটির ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 
 কল্যাণ ট্রাস্টের জন্য 
 www.ngte-welfaretrust.gov.bd  সাইটে 

এবং অবসর সুবিধা বোর্ডের জন্য 
                                 www.terbb.gov.bd সাইটে প্রবেশ করতে হবে

* কল্যাণ ট্রাস্টের সাইটের বাম দিকে Online Application এবং অবসর সুবিধা বোর্ডের ওয়েবসাইটের ডান দিকে অনলাইন আবেদন (Online Application) এ ক্লিক করতে হবে
* যেকোনো একটিতে ক্লিক করলেই অনলাইনে আবেদন করার জন্য একটি লগ-ইন বক্স পাওয়া যাবেএই লগ ইন বক্সে দুটি অপশন আছেপ্রথমটিতে যারা আগে আবেদন করেছিলেন তাদের জন্যএক্ষেত্রে ইনডেক্স নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবেযারা নতুন করে আবেদন করতে চান তাদের জন্য নিচের অপশনটিকেউ যদি দুই/তিন দফায় আবেদন করতে চান তারাও এখানে ক্লিক করতে পারেন
* নতুন আবেদনের জন্য ক্লিক করুন অপশনে ক্লিক করলে একটি ফরম আসবে
* এই ফরমে নির্দেশ অনুযায়ী যাবতীয় তথ্য, মোবাইল নম্বর ও ছবি দিতে হবে
* প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি স্ক্যান করে নিম্নলিখিত কাগজগুলো দিতে হবে:
    - প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র
    - শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতির প্রত্যয়ন পত্র
    - ইনডেক্সের প্রথম ও শেষ এমপিও
    - প্রথম এমপিও সংশ্লিষ্ট একুইটেন্স রোল
    - সর্বশেষ ০৬ মাসের ব্যাংক বিবরণী
    - মৃত ব্যক্তির ক্ষেত্রে নমিনি সংক্রান্ত কাগজ পত্র

৫টি মন্তব্য: